যথাযোগ্য মর্যাদায় গোলাপগঞ্জে শহীদ দিবস পালিত

প্রকাশিত:মঙ্গলবার, ২৩ ফেব্রু ২০২১ ১২:০২

গোলাপগঞ্জ প্রতিনিধি:- সিলেটের গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

গত রোববার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এরপর একে একে থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গোলাপগঞ্জ পৌর পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, উপজেলা ও পৌর যুবদল, গোলাপগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ