কোম্পানীগঞ্জে স্মার্ট কার্ড বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ২৩ ফেব্রু ২০২১ ০৯:০২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন হলরুমে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জিবুন্নাহার বেগম, পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান বাবুল মিয়া।

কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ২০১৯ সালে ভোটার হওয়া ২২৭৬ জন পাবেন এই স্মার্ট কার্ড। মঙ্গলবার স্মার্ট কার্ড দেওয়া হয় ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভোটারদের। ২৪ তারিখ ৩নং তেলিখাল ইউনিয়ন, ২৫ তারিখ ৪নং ইছাকলস ইউনিয়ন, ৩ মার্চ ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন, ৪ মার্চ ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন ও ৭ মার্চ ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোটারদের মাঝে বিতরণ করা হবে স্মার্ট জাতীয় পরিচয় পত্র। এ ছাড়াও প্রতি বৃহস্পতিবার ভোটাররা উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড নিতে পারবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ