২৩নং ওয়ার্ড যুবদলের নব গঠিত আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ২২ ফেব্রু ২০২১ ১০:০২

সুরমাভিউ:- ২৩নং ওয়ার্ড যুবদলের নব গঠিত আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) ২৩নং ওয়ার্ডের মাছিমপুর এলাকায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

২৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আখতার হোসেন ভিরুর সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক মিজান আহমদের পরিচালনায় সভায় বক্তারা বলেন, আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রামে নব গঠিত যুবদলের নেতাকর্মী সাহসী ভূমিকা রাখবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ২৩নং ওয়ার্ডে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের যে কোন আন্দোলন সংগ্রাম সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল আহমদ, মোজাম্মিল আহমদ পাপ্পু, সদস্য ইয়াহিয়া রাজা, মোস্তফা কামাল, মো. শামীম আহমদ, ইকবাল হোসেন, মো. মামুন মিয়া, শ্যামল চক্রবর্তী, হেলাল আহমদ, আরশ আলী, সানি আহমদ, জুয়েল আহমদ, মান্না আহমদ, টিপু আহমদ, ইয়াসিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ