১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ২০ ফেব্রু ২০২১ ০৮:০২
সুরমা ভিউ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত জেলা ও মহানগর নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।
অদ্য ৩ ফেব্রুয়ারী রাতে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমদ চৌধুরী ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র নেতা ফাহিম আহমদ।
সংবর্ধিত নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন,সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান মোহাম্মদ নোমান,
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রশীদ,সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ,সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এম শাহীন মিয়া, সিলেট মহানগর ছাত্রদের সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রাহমান তারেক,সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল,সিলেট মহানগর সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আকতার হুসেইন।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা কাজ করে যাবেন। পরিশ্রমী ও ত্যাগী নেতাদের নিয়ে গড়া এই কমিটি বাকশালী সরকারের পতন নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Helpline - +88 01719305766