মৌলভীবাজারে কোদালি ছড়া উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশিত:শনিবার, ২০ ফেব্রু ২০২১ ০৯:০২

মোঃ তাজুদুর রহমান:- মৌলভীবাজারের কোদালি ছড়া খালের উন্নয়ন কাজের  উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্টে কুদালিছড়া উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ।
মন্ত্রী বলেন, আমরা মৌলভীবাজারে মেডিকেল কলেজ করে দেবো। সকল জেলা সমান নয়। আমাদের একটা মাত্রা আছে। ম্যাপ আছে। মৌলভীবাজারের যারা তারা অনেক উর্ধ্বে। মৌলভীবাজারে অনেক সম্পদ আছে। অবশ্যই আমরা মেডিকেল কলেজ করে দেবো। মৌলভীবাজারের সকল উন্নয়নে আমরা পাশে আছি।

এ সংক্রান্ত আরও সংবাদ