জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত কাউন্সিলর পুতুল সংবর্ধিত

প্রকাশিত:শনিবার, ২০ ফেব্রু ২০২১ ০৮:০২

সুরমা ভিউ ডেস্ক : জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে নব-নির্বাচিত কাউন্সিলর আলমগীর হোসেন পুতুলকে সংবর্ধনা দিয়েছেন সিলেটস্থ বন্ধুমহল।

অদ্য রাতে সিলেট নগরীর একটি রেষ্টুরেন্টে এই সংবর্ধনা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এজাজুল হক লিটন,রাসেল আহমদ,মুনিরুল ইসলাম রাজন,দেলওয়ার হোসেন,শিহাব উদ্দিন,রুমেল আহমদ,মাহদি হাসান লায়েক,পারভেজ আহমদ,আল মাসুম হৃদয়,উজ্জ্বল আহমদ,মাহফুজ আহমদ রিফাত,জুয়েল চৌধুরী,মাজেদ আহমদ,সামি চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য যে,গত ৩০শে জানুয়ারী অনুষ্ঠিতব্য জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে পাঞ্জাবী প্রতিক নিয়ে ৭ ভোটে জয়লাভ করেন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন নজরুল ডালিম প্রতীক নিয়ে ৩২৫টি ভোট পান।

উল্লেখ্য যে,আলমগীর হোসেন পুতুল একজন তরুণ সংগঠক ও ব্যবসায়ী। জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে সর্বকনিষ্ট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ