খেলাধুলা শরীর চর্চার পাশাপাশি  মনের আনন্দ যোগায় : ডা. আরমান আহমদ শিপলু

প্রকাশিত:শুক্রবার, ১৯ ফেব্রু ২০২১ ১১:০২

সুরমাভিউ:-  সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন খেলাধুলা শরীর চর্চার পাশাপাশি মনের আনন্দ যোগায়। ক্রিকেট বিশ্ব অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।

বাংলাদেশ এখন ক্রিকেট  দুনিয়ায় শক্তিশালী এক নাম। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছেন এবং ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ অনেক সাফল্য লাভ করেছে। ৭ম কেপিএলের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. শিপলু আয়োজকদের ধন্যবাদ জানান এবং সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর কলাপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সাদেকুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেলাম কিবরিয়া মাসুক, খালেদ শের মোহাম্মদ, সুহেল আহমদ, ফখরুল ইসলাম, আরিফ আহমদ, দ্বীপ, রনি, ফাহিম, সাজু, শাফি, ইমরান জাহাঙ্গীর, সাহেল, সাদি, রুবেল, জুবেল প্রমুখ।