সিলেটে চোখের সামনেই স্বামীর মৃত্যু দেখতে হলো স্ত্রীকে

প্রকাশিত:বুধবার, ১৭ ফেব্রু ২০২১ ০৪:০২

সিলেট প্রতিনিধি।।

একটি ঔষধ কোম্পানীর কর্মকর্তা স্বপন শর্মা স্বামী ও স্ত্রী মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। সিলেটের টুকেরবাজার তেমুখী সড়কে আসামাত্র পিছন দিক থেকে ধাক্কা দেয় একটি দ্রুতগামী মালবাহী ট্রাক। স্ত্রীর চোখের সামনেই ছিটকে পড়ে ট্রাকের নিচে পড়ে শরীরের কোমরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ভাগ্য ভালো থাকায় বেঁচে যান স্ত্রী। কিন্তু নিজের চোখের সামনেই স্বামী স্বপনকে মৃত্যুবরণ করতে দেখে বাকরুদ্ধ হয়ে যান স্ত্রী। নিহত স্বপন শর্মার বাড়ি সুনামগঞ্জে।

 

জানা যায়, মঙ্গলবার সকাল সড়ে ৮টার দিকে শহরতলির টুকেরবাজার তেমুখী এলাকায় যাওয়ার পথে মোটরসাইকেলের পিছন দিক থেকে একটি (ঢাকা মেট্রো ট- ১৬-৭৭৩৪) মালবাহী ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বপন শর্মা নিহত হন। তার সাথে থাকা তার স্ত্রীও আহত হন। ঘটনার পর লোকজন ট্রাক ও চালককে আটক করে পুলিশে দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান।

এ সংক্রান্ত আরও সংবাদ