সরকার হত দরিদ্র মানুষের ভাগ্যন্নোয়নে আন্তরিক : ইউএনও গোয়াইনঘাট
প্রকাশিত:মঙ্গলবার, ১৬ ফেব্রু ২০২১ ০৭:০২
সুরমাভিউ:- বর্তমান সরকার সমাজের হত দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ভূমিহীন, গৃহহীনদের ঘর নির্মাণ, আর্থিক সহায়তাসহ সরকারী নানামুখী সুবিধা প্রদান করে স্বাবলম্বী করে মানুষের অবস্হার পরিবর্তনের আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেখানে আপনারা আপনাদের ভাগ্যন্নোয়নে এগিয়ে আসতে হবে।
গোয়ইনঘাটে শীতবস্ত্র প্রদানকালে ইউএনও তাহমিলুর রহমানের উপস্থিত মানুষের প্রতি এই আহ্বান জানান। ১৬ ফেব্রুয়ারী দুপুরে ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ে তিনি এলাকার হতদরিদ্র নর-নরীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলেমান আহমদ, সাংবাদিক আব্দুল মালিক প্রমুখ।