৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:সোমবার, ১৫ ফেব্রু ২০২১ ০৭:০২
সুরমাভিউ:- বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় মহাসচিব জোবায়ের আহমদের মাতা তছিবা খাতুন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। রোববার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় নেতৃবৃন্দ এই শোক জ্ঞাপন করেন।
এক শোক বার্তায় বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সুলতান মিয়া বাদশা, সিনিয়র যুগ্ম মহা-সচিব ফরিদুর রহমান, এম ইকবাল হোসেন, মইনুল ইসলাম খান সায়েক, মোর্শেদ আহমদ, সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লুৎফুর রহমান খান, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, সিলেট সদর শাখার সভাপতি হাজী মাহমুদ আলী, কানাইঘাট উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আপ্তাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ নুর উদ্দিন, সিলেট সদর শাখার সাধারন সম্পাদক হাজী শেখ লোকমান মিয়া, কোম্পানী উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক জাহান উদ্দিন, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক মোঃ আকবর হোসেন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম রাসেল, মাহবুবুল হক মুকুল, রশিদুজ্জামান আখতার, আবু হায়দার ও কামাল গাজী।
উল্লেখ্য, বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় মহাসচিব জোবায়ের আহমদের মাতা তছিবা খাতুন চৌধুরীর শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানাদি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Helpline - +88 01719305766