ছাতক প্রতিনিধিঃ- ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের উপজেলা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রোববার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়।
উপজেলা কমিটির আহবায়ক সাংবাদিক শাহ মো.আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল অদুদ, বিএনপি নেতা ড. আফসার উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাকির আমিন, সংগঠনের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন, মানবাধিকার ফাউন্ডেশন উপজেলা শাখার সহ-সভাপতি শাহ আরজ মিয়া, সদস্য এনামুল হক, গৌছ উদ্দিন, সাংবাদিক আরিফুর রহমান মানিক প্রমূখ।
বক্তরা বলেন, সরকার প্রতি বছর বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মানে লাখ লাখ টাকা বরাদ্দ দিয়ে থাকে। কিন্তু একটি মহল বাঁধ নির্মাণ কাজে অনিয়ম-দূর্নীতির আশ্রয় নিয়ে সরকারের টাকা আত্মসাতে লিপ্ত থাকে। ফসল রক্ষার বাঁধ নির্মাণে গাফিলতির কারনে তলিয়ে যায় ফসল। চলতি বছরেও বাঁধ নির্মাণে ধীরগতি লক্ষ্য করা গেছে। দ্রুত গতিতে বাঁধ নির্মাণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বক্তারা। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।