৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ১৩ ফেব্রু ২০২১ ০৭:০২
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- পলিথিনের অতিরিক্ত ব্যবহারে হুমকির মুখে পড়ছে পরিবেশ। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। তাই পলিথিন ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমরা অগ্রগ্রামী সামাজিক সংগঠনের উদ্যোগে সচেনতনামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আমরা অগ্রগ্রামী সংগঠনের আহবায়ক মামুনুর রশিদ শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব বিজয় চন্দ্রের সঞ্চালনায় শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্রের শ্রীমঙ্গল উপজেলার সাধারণ সম্পাদক আমজাদ হোসনে বাচ্চু, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাইয়ুম, স্বরবর্ণের সভাপতি তোফায়েল পাপ্পু প্রমুখ।
এসময় বক্তব্য শেষে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ও পথচারীদের মাঝে পলিথিন ব্যবহার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
Helpline - +88 01719305766