মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার বিভাগীয় সমন্বয়কদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা

প্রকাশিত:শুক্রবার, ১২ ফেব্রু ২০২১ ০৬:০২

সুরমাভিউ:-  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকি, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী, মুক্তিযোদ্ধা সংসদের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার উদ্যোগে গত ১১ ফেব্রুয়ারি রাত ৯টায় সিলেট সদর উপজেলার কুমার গাওঁ বাস স্ট্যান্ডস্থ সিলেট সদর উপজেলার যুবলীগ কার্যালয়ে  মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা ও সিলেট বিভাগীয় যুব কমান্ডের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী আলাউদ্দিন আহমদ এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, প্রধান বক্তা- মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনোজ কপালী মিন্টু, বিশেষ অতিথি-মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক  লোকমান মির্জা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আলীনূর রহমান নয়ন, কোম্পানিগঞ্জ উপজেলার আহবায়ক এন এম শহীদ তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক শাহিদা বেগম, আলীনূর রহমান।

সংবর্ধিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের নব নির্বাচিত কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী, সংবর্ধিত অথিতি সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নব নির্বাচিত কোষাধ্যক্ষ শাহীন আহমদ।

আরও  উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সহ-সভাপতি জাফর সরদার, মহিলা বিষয়ক সম্পাদিকা আলেয়া ইকবাল চৌধুরী, সন্তান কমান্ড কমিটির প্রতিনিধি সুজন মিয়া, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট সদর উপজেলার সভাপতি শায়েস্তা তালুকদার, সহ-সভাপতি রফিক তালুকদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামল দাস, সুমন আহমদ, শামসুল আলম, রুহুল আমিন, আব্দুস সালাম, মিল্লাদ হোসেন সহ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ