মদিনায় সোফা কারখানায় আগুনে ৭ বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ ফেব্রু ২০২১ ১১:০২

সৌদি আরবের মদিনায় একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সৌদি আরবের মদিনায় বাংলাদেশ সময় বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

বিষয়টি নিশ্চিত করেছেন দূতাবাস কর্মকর্তা মো. মহসিন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে।

অনির্ধারিত একটি সুত্র জানিয়েছে, নিহত ৭ জনের মধ্যে ৩ জনের বাড়ি মহেশখালী, ৩ জনের বাড়ি টেকনাফ ও ১ জনের বাড়ি রামু। তবে বিষয়টি নিশ্চিত করা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ