ছাতক প্রতিনিধি:- ছাতকে দ্রুতগামীর মোটরসাইকেলের ধাক্কায় রিয়া বেগম (৭) নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর গ্রামের নাসির উদ্দিনের কন্যা ও তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে গ্রাম সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ ডাক্তারের কাছে যাওয়ার জন্য গ্রাম সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে দাড়িয়ে সিএনজি অটো-রিকশার অপেক্ষা করছিলো রিয়া। এসময় তার সৎ মা ও দাদি সাথে ছিলেন। হঠাৎ ছাতক থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল মালবাহী ট্রাককে অভারটেকিং করতে গিয়ে রাস্তার পাশে দাড়ানো অবস্থায় রিয়া বেগমকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এদিকে, দূর্ঘটনার পর মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে পালিয়ে গেছে ঘাতক চালক। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক লিটন দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি তিনি জব্দ করে থানায় নিয়ে আসেন।
থানার ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।