তারাপুর চা শ্রমিদের মাঝ তোফায়েল আহমদ তালুকদার শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:বুধবার, ১০ ফেব্রু ২০২১ ১২:০২

সুরমাভিউ:-  সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ তালুকদার এর ব্যক্তিগত পক্ষ থেকে ৯ ফ্রেরুযারী মঙ্গলবার বিকেলে ৭নং ওয়ার্ড তারাপুর চা বাগানের দ্ররিদ চা-শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণে তোফায়েল আহমদ তালুকদার বলেন, হাড় কাঁপানো শীতে চা-শ্রমিকদের শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। তিনি বলেন, নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আজিজুল হক, তারাপর চা বাগানের পঞ্চায়তের সভাপতি চৈতন মোদি, পঞ্চায়তের সাধারণ সম্পাদক সুনিল মোদি, সংগীত রায, শ্যামল পাশী, শরৎ ভূমিজ, সজল রায়, বিপ্লব দাস সহ আরো ও অনেকে প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ