৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৯ ফেব্রু ২০২১ ০৬:০২
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটির আয়োজনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “মানবাধিকার সুরক্ষায় আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভা ও নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ হোটেল শ্রীমঙ্গল ইন কনফারেন্স হল রুমে কেক কেটে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত শ্রীমঙ্গল উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার সভাপতি ফারুক হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় প্রতিনিধি অধ্যাপক ইসলাম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেল সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা আহ্বায়ক ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোহাম্মদ আনিছুল ইসলাম আশারাফী শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সংবাকর্মী, মানবাধিকার কর্মী,স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠক প্রমুখ।
Helpline - +88 01719305766