ছাতকে আল-ইখওয়ান সমাজ কল্যাণ পরিষদের ওয়াজ মাহফিল সম্পন্ন

প্রকাশিত:সোমবার, ০৮ ফেব্রু ২০২১ ০৮:০২

ছাতক প্রতিনিধি:- ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড়স্থ সংগঠন আল-ইখওয়ান সমাজ কল্যাণ পরিষদের ২য় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
সিংচাপইড় মাদ্রাসা সংলগ্ন মাঠে রোববার দুপর ২টা থেকে শুরু হয়ে মাহফিল শেষ হয় মধ্যরাতে। মাহফিলে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, হাজী আব্দুস সালাম, হাছিদ আলী, আব্দুল মান্নান, ফয়ছলুজ্জামান চৌধুরী ও মাওলানা সৈয়দ মনসুর আহমদ।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি চিন্তাবিদ ও গবেষক মাওলানা শায়েখ মুহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পীরজাদা মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মতিউর রহমান, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা খালেদ আহমদ হামিদী ও এম নাসির আহমেদ প্রমূখ। মাহফিল পরিচালনা করেন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক হেলাল আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক ছামির আহমদ এবং ইসলামি সংগীত পরিবেশন করেন, জাবেদ আহমদ, গোলাম সুলতানুল হাবিব, জার্মান সরকার ও কমর আলী।
এসময় স্থানীয় কয়েকশতাধিক ধর্মপ্রাণ মুসল্লীরাসহ পরিষদের উপদেষ্টা, দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ