জৈন্তাপুরে প্রথম করোনা টিকা নিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ

প্রকাশিত:রবিবার, ০৭ ফেব্রু ২০২১ ০৭:০২

সুরমাভিউ:-  আজ সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিনের প্রয়োগের আনুষ্টানিক উদ্বোধন করা হয়।

জৈন্তাপুর উপজেলায় প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনার ( ভূমি) ফারুক আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক সরকার, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুবল চন্দ্র বর্মন,উপজেলা শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদ হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ