১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:বুধবার, ০৩ ফেব্রু ২০২১ ০৯:০২
সুরমাভিউ:- খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ৩দিন ব্যাপী তাফসীরুল কুরআন মহা সম্মেলন আজ ৩ ফেব্রুয়ারি বুধবার। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে। পরদিন ৪ ও ৫ ফেব্রুয়ারি একই সময়ে অনুষ্ঠিত হবে।
এতে যথাক্রমে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদ্রীস লক্ষীপুরী, হযরত মাওলানা জিয়া উদ্দিন আঙ্গুরা মুহাম্মদপুর, হযরত মাওলানা আব্দুস সুবহান শায়খে পাইগাঁও, হযরত মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তা।
এতে তাফসীর পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হযরত মাওলানা হাফিজ জুনায়েদ বাবুনগরী, মহাসচিব হযরত মাওলানা নুররুল ইসলাম জিহাদী, হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক বরুণা, হযরত মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, হযরত মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, হযরত মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচঙ্গী, হযরত মাওলানা আব্দুল বাছিত খান সিরাজগঞ্জ, হযরত মাওলানা হাসান জামিল ঢাকা, হযরত মাওলানা আশরাফ আলী হরষপুর। এছাড়াও বয়ান পেশ করবেন দেশ-বরেণ্য উলামায়ে কেরাম।
উক্ত তাসসীরুল কুরআন মহা সম্মেলনে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি কামনা করেছেন খাদিমুল কুরআন পরিষদ সিলেটের কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766