মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১
প্রকাশিত:মঙ্গলবার, ০২ ফেব্রু ২০২১ ০৬:০২
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- বিদেশী সাত বোতল মদসহ লিটন সুত্রধর (২৬) নামের এক যুবক-কে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টার দিকে ডিবির মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজারস্থ জয় টেলিকম নামীয় দোকানের সামন থেকে সাত বোতল বিদেশী মদসহ লিটন-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিটন সুত্রধর রাজনগর উপজেলার করিমপুর গ্রামের রানা সুত্রধরের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সুধীন চন্দ্র দাশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।