১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০২ ফেব্রু ২০২১ ০৭:০২
সুরমাভিউ:- কাংখিত সেবা পেতে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব রোটারিয়ানদের দিকে তাকিয়ে রয়েছে। তিনি সেবার মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করে সমাজের সকল স্থরে রোটারিয়ানরা কাজ করতে হবে। রোটারি আন্দোলনকে ছড়িয়ে দিতে রোটারিয়ানদের কাজ করার আহবান জানান।
গতকাল রোববার রোটারি ক্লাব অব সিলেট সাউথের দু’জন পার্স প্রেসিডেন্ট রোটারি ৩২৮২ বাংলাদেশের ডেপুটি গর্ভণর রোটারিয়ান মতিউর রহমান পিএইচএফ ও পি পি রোটারিয়ান আব্দুল মালিক সুজন সিলেট মহনগর আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদেও সদস্য ও জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক হওয়ায় সিলেট সাউথের পক্ষে থেকে সম্বার্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ একথা বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মুহিত দিদার -এর সভাপতিত্বে সেক্রেটারি রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী সুমন পরিচালনায় অনুষ্ঠানেঅন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনএ্যাসিসটেন্ট গর্ভনর রোটারিয়ান হাসিনা মমতাজ আলপনা ৩২৮২ স্কলারশিপ কমিটির কো-চেয়ার পিপি রোটারিয়ান বদরুজ্জামান, পি পি রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শামীম আহমেদ পিএইচ এফ,আর এফ এস এম ভাইস-প্রেসিডেন্ট শাহ জুনেদ আলী, রোটারিয়ান দিপক চক্রবর্তী, রোটারিয়ান ফয়সল আহমদ, রোটারিয়ান মো. আলী মনজুর, রোটারিয়ান গৌরাঙ্গ চন্দ্র তালুকদার।
প্রধান অতিথি আরো বলেন, পৃথিবী ব্যাপী মানবকল্যাণের ক্ষেত্রে অনন্য নজির সৃষ্টি করেছে রোটারি। আন্তরিকতা, সততা, দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ উন্নয়নে অবদান তাদের নেতৃত্বের বিকাশ ঘটাচ্ছে। আত্মতৃপ্তি নিয়ে কৃত কর্ম, দেশের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সমাজকে ভিন্ন কিছু দেওয়ার প্রত্যয় নিয়ে রোটারিয়ানরা এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
Helpline - +88 01719305766