শ্রীমঙ্গলে বিষাক্ত ‘লালগলা ঢোড়া’ সাপ উদ্ধার

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকায় রাস্তার পাশ থেকে একটি বিষাক্ত লাল গলা ঢোড়া ইংরেজি নাম (Red-Necked Keelback) সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার  দুপুরে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বন থেকে লোকালয়ে চলে এসেছিল সাপটি। দুপুরে স্থানীয়রা আমাদের খবর দিলে এ বিষধর সাপটি উদ্ধার করে নিয়ে আসি। সাপটি সুস্থ অবস্থায় আছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকতার সাথে কথা হয়েছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।