রিক্সা চলাচলের দাবিতে মদিনা মার্কেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ৩১ জানু ২০২১ ০৮:০১

সুরমাভিউ:- সিলেট জেলা রিক্সা-শ্রমিক ইউনিয়নের ঘোষিত চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত সড়কে পুনরায় রিক্সা চলাচলের দাবীতে সিলেট জেলা রিক্সা-শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট-১৬৬৯ এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩১ জানুয়ারী রোববার বিকেলে মদিনা মার্কেট পয়েন্টে আয়োজিত প্রতিবাদ সভায় সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা আব্দুস ছালামের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনাই, আব্দুস সোবহান, সংগঠনের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, শ্রমিক নেতা শাহ মিজনুর রহমান, নুরুল হক,লাল মিয়া, হাফিজ আব্দুল হাই হাদি, আবুল কাসেম, আলমগীর হোসেন সালমান, আবুল কালাম প্রমুখ। এছাড়াও সিলেটর অসংখ্য শ্রমিকনেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় বক্তারা মেহনতী শ্রমিকদের কথা বিবেচনা করে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নগরীর চৌহাট্টা থেকে কোর্ট-পয়েন্ট পর্যন্ত রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় রিক্সা চলাচলের জোর দাবি জানান।

বক্তারা আরো বলেন, রিক্সার জন্য যানজট সৃষ্টি হয়, এটা ভুল ধারণা। সড়কের উভয় পাশে অবৈধভাবে গাড়ী পার্কিং করার কারণে যানজট সৃষ্টি হয়। চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট সড়কে রিক্সা চলাচল বন্ধ থাকার কারণে সাধারণ যাত্রীদের যাতায়াতের কষ্ট হচ্ছে। পাশাপাশি ব্যাবসায়ীরা ও সাধারণ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ সড়ক দিয়ে রিক্সা চলাচল বন্ধ থাকায় রিক্সা শ্রমিকদের আয় রোজি কমে গেছে। বক্তারা শ্রমিকদের পরিবার পরিজনদের কথা বিবেচনা করে রিক্সা চলাচল আগের মত স্বাভাবিক করে দেওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ