শ্রীহট্ট প্রকাশ’র ৩য় প্রদর্শনীতে ‘আশা-দুরাশা’র মোড়ক উম্মোচন

প্রকাশিত:শনিবার, ৩০ জানু ২০২১ ০৪:০১

সুরমাভিউ:- ভাটি-বাংলার রুপকথার গল্পের সাথে হাওর পাড়ের বাসিন্দাদের দৈনন্দিন পথচলা এবং বৈচিত্রময় জীবনের খুটিনাটি বিষয় নিয়ে কবিতার ছন্দে সাজানো “আশা-দুরাশা” বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শ্রীহট্ট প্রকাশ এর চলমান তৃতীয় প্রদর্শনীতে তরুন লেখক ও কবি কাঞ্চন চন্দ্র দাশ এর লেখা ‘আশা-দুরাশা’ কবিতার বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারী তথা হিসাব রক্ষক নিশিকান্ত তালুকদার, সহকারী শিক্ষক স্বপন তালুকদার, পুলিশ সুপারের কার্যালয়ের স্টেনোগ্রাফার রমেন্দ্র দাশ, প্রধান শিক্ষক বিদ্যুৎ রঞ্জন দাশ, সহকারী শিক্ষক রুবেল দাশ, ছড়াকার আলহাজ্ব লুৎফুর চৌধুরী, পল্লিবিদ্যুতের ইলেক্ট্রশিয়ান সুদিন দাশ, নিলয় দাশ, কৌশিক দাশ, দীপালোক দাশ, ঝলক পুরকায়স্থ, কাজল সুত্রধর, সাজু দাশ, রুহুল দাশ, সুমন সুত্রধর, রতীশ দাশ, রিপ্রেশ দাশ, ধ্রুবদাশ, নিক্সন দাশ প্রমুখ।

শ্রীহট্ট প্রকাশ এর মাসব্যাপী চলমান প্রদর্শনীতে বইটি পাওয়া যাবে। ৭ জানুয়ারী শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উম্মোক্ত থাকবে গ্রামীণ বৈচিত্রে সাজানো এই প্রদর্শনী। বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ