ছাতক প্রতিনিধি:- ছাতকে পিকআপ ভ্যানের ধাক্কায় সিয়াম আহমদ সাফি নামের ৪বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের জহির মিয়ার পুত্র। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজারের পশ্চিমে লক্ষমসোম গ্রাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অন্য শিশুদের সাথে বাড়ি সংলগ্ন সড়কে খেলা করছিল শিশু সাফি। এসময় সিলেটগামী একটি সবজি বোঝাই পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয়রা ধাওয়া করে পিকআপসহ ঘাতক চালককে আটক করেন। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপসহ চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।