৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৮ জানু ২০২১ ০৯:০১
সুরমাভিউ:- দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহি অফিসার মিন্টু চৌধুরী পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জে বদলি হওয়ায় দক্ষিণ সুরমায় নতুন উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করেন মোঃ আব্দুল হক।
গতকাল ২৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার মিন্টু চৌধুরীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন মোঃ আব্দুল হক। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন উপজেলা নির্বাহি অফিসার আব্দুল হক বিগত দুই বছর পূর্বে বালাগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দুই বছর কানাডায় প্রশিক্ষণ শেষে এক মাস পূর্বে দেশে ফিরেন। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার মিন্টু চৌধুরী দীর্ঘ দুই বছর নির্বাহি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদউন্নতি পাওয়ায় দক্ষিণ সুরমা উপজেলা নিবার্হী অফিসারের পদটি শূন্য হয়। মিন্টু চৌধুরী শীঘ্রই হবিগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766