আল-হামরা শপিং সিটি জুয়েলারি ব্যবসায়ী সমিতির শপথগ্রহণ সম্পন্ন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৮ জানু ২০২১ ০৮:০১

সুরমাভিউ:- সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটি জুয়েলারি ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ এর সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে আল-হামরার ৪র্থ তলায় নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান নির্বাচন কমিশনার হাজী সুনু মিয়া।

এতে শপথ গ্রহণ করেন আল-হামরা শপিং সিটি জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ লক্ষণ ঘোষ, সাংগঠনিক সম্পাদক আকাশ সরকার, প্রচার সম্পাদক সুসান্ত, সদস্য ছিদ্দিকুর রহমান ও দীপ দত্ত।

শপথগ্রহণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা নির্বাচন কমিশনার হাজী সুনু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক, আল-হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি শামছুল আলম, শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মোক্তাদির, মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মো. মজনু মিয়া, আব্দুল কাইয়ুম, ফিরোজ আহমদ প্রমুখ। বিজ্ঞপি

এ সংক্রান্ত আরও সংবাদ