সিলেট মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের আরোগ্যতা কামনায় প্রভাষক সুয়েবের দোয়া মাহফিল

প্রকাশিত:সোমবার, ২৫ জানু ২০২১ ০৭:০১

সুরমাভিউ:- সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সিলেটের গর্বিত সন্তান, সৎ, আদর্শবান পরিচ্ছন্ন রাজনীতিবদ ও আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক জাকির হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর আরোগ্যতা কামনায় ২৫ জানুয়ারী সোমবার বাদ যোহর সিলেট সুবিদবাজারস্থ মিতালী জামে মসজিদে সিলেট মদনমোহন কলেজের প্রভাষক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সিলেট সরকারি মহিলা কলেজের সমাজ কর্ম বিভাগ সহকারী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান, প্রভাষক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব, শিক্ষক মোঃ ফয়েজ উদ্দিন, আইনজীবী মোঃ আবুল কালাম আজাদ, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের (অবঃ)কর্মকর্তা আবদুল করিম, জালালাবাদ গ্যাসের (অবঃ)অফিসার আবুল কালাম, ব্যবসায়ী মইনুল হক চৌধুরী, শিক্ষার্থী এমদাদুল হক, শেখ সাইফুর রহমান, ইফতেখার আহমদ, মাওলানা আনোয়ারুল হক এবং জনীতিবিদসহ সহ গণ্যমান্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে অধ্যাপক জাকির হোসেন সহ ছাত্র-শিক্ষক , পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী, প্রশাসন, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ীসহ সকল করোনা ভাইরাস আক্রান্তদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করে বিশেষ দোয়া করেন মিতালী জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোঃ মিসবাহুল হক।

মাহফিল পরিচালনা করেন মাওলানা ক্বারী মোঃ মুহিবুর রহমান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ