মোল্লারগাঁওয়ে কম্বল বিতরণ ও শহিদমিনার পরিদর্শন

প্রকাশিত:রবিবার, ২৪ জানু ২০২১ ০৭:০১

সুরমাভিউ:- দক্ষিণ সুরমা মোল্লারগাঁও ইউনিয়নে অসহায়-দনিরদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শহিদমিনার পরিদর্শন করেছেন সিলেট জেলা পরিষদের সদস্য প্যানেল মেয়র আমাতুজ জোহরা রওশন জেরিন রুবা।

গতকাল রোববার (২৪ জানুয়ারি) মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়নে প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের সচিব সজল কান্তি ধরের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হোজায়ফা চৌধুরী সুজা, জবরুল ইসলাম জগলু, মো. মকব্বির আলী, মালেকা বেগম, গীথা রাণী দেব, শেখ সাজ্জাদুর রহমান।

কম্বল বিতরণ শেষে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের নিজ অর্থায়নে শহিদমিনারের কাজ পরিদর্শন করেন সিলেট জেলা পরিষদের সদস্য প্যানেল মেয়র এজেড রওশন জেবিন রুবা। এসময় তিনি জেলা পরিষদের পক্ষ থেকে শহিদমিনার তৈরিতে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ