৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ২৪ জানু ২০২১ ০৮:০১
সুরমাভিউ:- বিশিষ্ট শ্রমিক নেতা ও সিলেট মহানগর যুব বিভাগের পৃষ্ঠপোষক মুহাম্মদ শাহজাহান আলী বলেছেন, দিন দিন তাপমাত্রা কমছে, বাড়ছে শৈত্যপ্রবাহ। এর সাথে অসহায় হতদরিদ্র মানুষের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে। করোনা মহামারির এই কঠিন সময়ে এমনিতেই মানুষের জীবন জীবিকা থমকে রয়েছে। এই অবস্থায় শীতের তীব্রতায় অসচ্ছল মানুষগুলোর পাশে দাড়াঁনো সামর্থবানদের নৈতিক দায়িত্ব।
তিনি রবিবার জালালাবাদ থানা যুব বিভাগের উদ্যোগে নগরীর পাঠানটুলা এলাকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জালালাবাদ থানা যুব বিভাগের আহ্বায়ক সমাজসেবী মোঃ ফয়জুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী সমাজ সেবক আব্দুল হাকিমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুস শহীদ, শ্রমিক নেতা আক্কাস আলি, শিক্ষাবিদ আশফাক আহমদ চৌধুরী আনাস, শ্রমিক নেতা বদরুজ্জামান ফয়সল, যুবনেতা জাকারিয়া আহমদ জনি, রাহাত আহমদ, সোয়েব আহমদ ও সোহেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন রাহাত আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন নাট্যশিল্পী সামছুজ্জামান মাহবুব।
Helpline - +88 01719305766