১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ২৩ জানু ২০২১ ০৫:০১
সুরমাভিউ:- মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সিলেট সদর উপজেলায় ঘরের চাবি তুলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় দেশের ৭০ হাজার গৃহহীন পরিবারকে ঘর তুলে দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ৯ টায় সিলেট সদর উপজেলার হল রুমে থেকে এতে সংযুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের সিলেট সদর উপজেলার গৃহহীন আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৪৪ টি ঘরের মধ্যে ১৭ টি পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বাকি পরিবারগুলোকে ক্রমান্বয়ে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, নিজাম উদ্দিন, আলী হোসেন, কাজী মমতাজ অনেকে।
Helpline - +88 01719305766