কুয়ারপাড়ে শিলং তীর জুয়ার এজেন্টসহ ৪ জন আটক

প্রকাশিত:শনিবার, ২৩ জানু ২০২১ ০৯:০১

সুরমা ভিউ।। সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায় তীর শিলং জুয়া খেলার এজেন্টসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নি.) টি.এম. আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তীর শিলং জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।

আটক চারজন হলো- কুয়ারপাড় এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে মো বাবর উদ্দিন (৩০), একই এলাকার মো. সালেহ আহমদের ছেলে মো. রনি আহমদ (২১), মো. টিপু মিয়ার ছেলে মো. জামিল আহমদ (২০) ও নোয়াখালীর ছাগলনাইয়া উপজেলাধীন হুগলী গ্রামের (বর্তমানে- মাজারগলি, কুয়ারপাড়) মৃত নূর হোসেনের ছেলে মো. আলমগীর (৪৭)।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের।

এ সংক্রান্ত আরও সংবাদ