ছাতক প্রতিনিধি:- ছাতক পৌরসভায় টানা ৪বারের নির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরীকে ফুলেরতোড়া দিয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডের প্রার্থী শাহ আরজ মিয়ার নেতৃত্বে ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও শুভাকাঙ্খি। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার মেয়রের কার্যালয়ে ফুলেরতোড়া দিয়ে মেয়র আবুল কালাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, ধন মিয়া, আছাব মিয়া, নবনির্বাচিত কাউন্সিলর শফিকুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক সোনাহর আলী, যুবলীগ নেতা লাভলু রহমান, সংগঠক মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
১নং ওয়ার্ডবাসীর পক্ষে নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান, শাহ আরজ মিয়া, শাহ পিয়ারা মিয়া, শাহ আঙ্গুর মিয়া, আজম মিয়া, জহুর আলী, এম আর মামুন, সমুজ আলী হরমুজ, রাফি মিয়া, মিনহাজুল তানভিরসহ প্রমুখ।