মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর দেয়া উপহার গৃহহীনদের জন্য ১১শ ২৬টি ঘর প্রস্তুত

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ জানু ২০২১ ০৭:০১

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১হাজার ১শ ২৬টি সেমিপাকা ঘর প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে,এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক সংবাদ সম্মেলনে বলেন,খাস জমি দখলমুক্ত করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম পর্যায়ে ১১শ’ ২৬টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে।
সেমিপাকা ঘরের সঙ্গে ১টি ভূমি ও গৃহহীন পরিবার ২ শতক জমিও পাবেন। জমিসহ ঘর হস্তান্তরের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রকল্পের উদ্বোধন করবেন।
মৌলভীবাজার জেলায় এই তারিখে ৫৪২টি ঘর হস্তান্তর করা হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্মাণাধীন অন্য ঘরসহ জমি উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এসময় জেলা প্রশাসক আরো জানান, মৌলভীবাজারে সাতটি উপজেলায় তৈরি হয়েছে সারি সারি লাল টিনের ছাউনিতে গড়া একতলা সেমিপাকা ঘর। অসহায় ও ভূমিহীন মানুষের জন্যই সরকারের মুজিববর্ষের অঙ্গিকার এর বাস্তব রুপায়নে এখানেই গড়ে উঠেছে স্বপ্নের রঙে আঁকা ঘরগুলো।
জেলার বড়লেখায় ৫০টি, জুড়ীতে ৭টি, কুলাউড়ায় ১১০টি, রাজনগরে ৯৮টি, কমলগঞ্জে ৮৫টি, শ্রীমঙ্গলে ৩০০টি ও সদর উপজেলায় ৪৭৬টি ঘর সরকারের খাস জমিতে নির্মাণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ