১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ জানু ২০২১ ০৬:০১
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নে সরকারের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নতজাতের ক্রসব্রিড বকনা গরু বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার মোঃ আমিনুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শরিফুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ রুস্তম আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান ও ক্ষুদ্র নৃ গোষ্ঠী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজল সিংহ।
১১ জন উপকারভোগীর মাঝে এ সময় গরুর বাছুর বিতরণ করা হয়। তারা হলেন, সুনীল শর্ম্মা, কুল সিংহ, নন্দ কুমার সিংহ, অনিল সিংহ, দিলীপ সিংহ, সুরেন সিংহ, পদ্মা সিংহ, গকুল সিংহ, সজল সিংহ, মণিরাজ সিংহ এবং দ্বিজ কুমার সিংহ।
এছাড়াও অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন।
Helpline - +88 01719305766