শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালন করল সিলেট যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ জানু ২০২১ ০৯:০১

সুরমাভিউ:-  ১৯ জানুয়ারী বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগরের আওতাধীন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন  ইউনিটের উদ্দ্যোগে ১৯ জানুয়ারির প্রথম প্রহরে নগরীর আম্বরখানাস্থ এক সংক্ষিপ্ত স্মরন সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন সাজ্জাদ এর সভাপতিত্বে ও  সিলেট মহানগর ছাত্রদলের  সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং বর্তমান ১ম  সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূঁইয়া পলাশ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ১তম সহ সভাপতি ও সাবেক জেলা বিএনপির সদস্য এবং জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়াবাদী ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা ও সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসাস এর সহ সভাপতি আব্দুল করিম চৌধুরী রুমেল।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাবেদ আলম কোরেশী, স্বেচ্ছাসেবকদল নেতা শেখ মো: দীপু, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রাকিবুল হাসান হারুন, আশরাফুল তালুকদার, যুবদল নেতা সাদেকুর রহমান বাচ্চু, সাজিদুল ইসলাম সাজু, তাজুল তালুকদার, মান্নান আহমেদ ইমন, জুনায়েদ আহমেদ সুনু, আহমেদ সালাম, নাসির তালুকদার, আমিনুর রশীদ, আহমেদ রুমেল, বদরুল ইসলাম, মঈন উদ্দিন আহমেদ, মোঃ রাজা মিয়া, সুজন তালুকদার,  আলাল কাজী, দিলু আহমেদ,সমাই আহমেদ, সুহেল আহমদ, ইমরান আহমেদ, রাসেল আহমদ, রবিউল আউয়াল সিবলু, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মঈনুল ইসলাম, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আব্দুল হাকিম পারভেজ, হাসান আহমেদ সুহেল, বাদশা আহমেদ, পারভেজ আহমদ আলম, এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য এয়াকিন চৌধুরী নাহিদ, জুয়েল আহমেদ, রুবেল আহমেদ, আনোয়ার হোসেন, শেখ জহিরুল ইসলাম জুয়েল, বরিউল ইসলাম রবি,জীবান আহমেদ, রিদয় খান সোহান, মিজান আহমেদ,আরিফ আহমদ, শরীফ আহমদ, আরিফ ইসলাম, সুকেল আহমদ,লিটন আহমেদ,শাহরিয়ার আদনান শান্ত, আহমেদ রিয়াজ, শাহরিয়ার আহমেদ সুমন, রিদমান ফরহাদ, মনির হোসেন, আব্দুল করিম কিবরিয়া, লাভলু বিন ফাজ্জা, জুবায়ের আহমেদ, শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সাকিব আহমেদ, শাহানূর আহমেদ , রবিউল ইসলাম, সজিব আহমেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ