মৌলভীবাজারের শেরপুর থেকে ১২ বছরের মেয়ে সাদিয়া নিখোঁজ
প্রকাশিত:সোমবার, ১৮ জানু ২০২১ ০৬:০১
মোঃ তাজুদুর রহমান:- মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত শেরপুরের আফরোজগঞ্জ বাজার সংলগ্ন রোড নং-০৪, আল-বারাকা ভবন নামক বাসা থেকে ১২ বছর বয়সী সাদিয়া নামের একটি মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
গত ১৬ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৪ ফুট, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য মাঝারি আকারের। পরনে সেলোয়ার-কামিজ ও এর ওপরে শীতের নীল রঙের সোয়েটার ছিলো।
সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার রামচন্দ্রপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম এর মেয়ে। স্বভাবত ময়মনসিংহ জেলার আঞ্চলিক ভাষায় সে কথা বলে।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৮৩৩) করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ শেরপুর পুলিশ ফাঁড়িতে মুঠোফোন নম্বরে (০১৭১৯৮৪১৯৪০) অথবা মৌলভীবাজার মডেল থানায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।