এছাড়া যেসব পদের জন্য অনলাইনের সাংবাদিকরা নির্বাচন করছেন তারা হলেন, সভাপতি পদে মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ, সহ-সভাপতি পদে মো:গোলজার আহমদ ও দেবব্রত রায় দিপন, সহ-সাধারণ সম্পাদক পদে তাওহীদুল ইসলাম,ফারহানা বেগম হেনা, মোশারফ হোসেন সুজাত, কোষাধ্যক্ষ পদে আব্দুল মুহিত দিদার ও শিব্বির আহমদ ওসমানী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কে এ রহিম ও আফরোজ খান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মবরুর আহমদ সাজু, শাহিদ আহমদ হাতিমী ও মো: আব্দুল হাসিব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মাসুদ আহমদ রনি ও জহিরুল ইসলাম মিশু। সদস্য পদে কামরুল আলম,কামাল আহমদ,মোঃ সাইফুল ইসলাম,এম এ ওয়াহিদ চৌধুরী,শ্রী আশীষ দে, মাহমুদ হোসেন খান।
তবে এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক মনোনয়ন পত্র জমা না পড়ায় এই দুইটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সিলেট অনলাইন প্রেসক্লাব এখন অনেকটাই উৎসবমুখর। সিলেট বিভাগে অনলাইন গণমাধ্যমকর্মীদের সবচেয়ে বড় এ সংগঠনটির কার্যালয়ে এখন সাংবাদিকদের আনাগোনা আগের তুলনায় বেড়েছে।
শেষ সময়ে ভোটারদের সঙ্গে আলাপচারিতায় সময় দিচ্ছেন প্রার্থীরা। বেশিরভাগ প্রার্থী সকাল থেকে রাত অবধি সময় কাটাচ্ছেন প্রেসক্লাব প্রাঙ্গণে। সাধারণ সদস্যদের মধ্যেও দেখা যাচ্ছে নির্বাচনের আমেজ। নির্বাচনকে সামনে রেখে ক্লাবে বাড়তি সময় দেয়ার প্রবণতা দেখা গেছে সকলের মধ্যে। ডিজিটাল বাংলাদেশে অনলাইন গণমাধ্যম দেশ জাতি ও সমাজের নানাক্ষেত্রে অগ্রনি ভুমিকা পালন করায় এবারের নির্বাচনে সিলটের সাংবাদিকরা চ্যালেন্জ হিসেবে নিয়েছেন বলে জানান। যারা প্রার্থী হচ্ছেন তারা সদস্যদের মন জয় করার চেষ্ঠা করছেন প্রার্থীরা।
নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে অনেকে বলছেন,বঙ্গবন্ধু মিডিয়া কর্নার নির্মাণ,যোগ্য সাংবাদিকদের সদস্য পদ প্রদান, সদস্যদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়ানো এবং অনলাইন প্রেসক্লাবকে মুক্তিযুদ্ধের চেতনায় পেশাদারা সাংবাদিক মানোন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গিকার জানানো হচ্ছে।