অধ্যাপক জাকিরের সুস্থতা কামনায় ১৯নং ওয়ার্ডে দোয়া মাহফিল

প্রকাশিত:রবিবার, ১৭ জানু ২০২১ ১০:০১

সুরমাভিউ:- করোনায় আক্রান্ত সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের আশু সুস্থতা কামনায় ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ জানুয়ারি) বাদ মাগরীব রায়নগর সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অধ্যাপক জাকির হোসেন এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম পুতুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হোসেন রাজা, বিশিষ্ট লেখক ও কলামিস্ট রফিকুর রহমান লজু, মেট্রোপলিটন চেম্বার এর পরিচালক হোরায়রা ইফতার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহবুব হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম, সাধারণ সম্পাদক রুমেল আহমদ, মহানগর যুবলীগ নেতা সোহেল আহমদ বাবুল, যুবলীগ নেতা হাফিজুর রহমান শিপলু, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব রেজা চৌধুরী , যুবলীগ নেতা আমিনুর রহমান রানা, ওয়ার্ড যুবলীগ নেতা নজির আহমদ নিয়াত, ওয়ার্ড যুবলীগ নেতা রশিদ আহমেদ চৌধুরী পারভেজ, ওয়ার্ড যুবলীগ নেতা গীলমান, আহমেদ মানিক প্রমুখ।

দোয়া মাহফিলে দেশবিদেশে বসবাসরত মহামারী করোনা ভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্তদের সুস্থতা কামনা ও প্রয়াত মহানগর আওয়ামী লীগ এর সভাপতি ও সিসিক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের মাগফিরাত কামনা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ