ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষে এনএইচএফ কে অনুদান প্রদান

প্রকাশিত:শনিবার, ১৬ জানু ২০২১ ০৬:০১

সুরমাভিউ:- শনিবার সকালে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সম্মেলন কক্ষে কার্যকরী কমিটির মাসিক সভা শেষে, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউ’কে কমিটির পক্ষে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর প্রেসিডেন্ট প্রফেসর ডা.এম এনায়েত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করেন কমিটির সেক্রেটারি মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল।

ইউকে থেকে অনুদান প্রদান করেছেন শালিমা আখতার আলী সৈয়দ, ব্লেইক আলী বেলামী, এম এ খান, আখলাছুর রহমান, ছারাহ খান, রাজিব খান,মাহমাদুর রশীদ, প্রীতি চৌধুরী,আবু বকর খান, মঈন উদ্দিন,আবদাল মিয়া,আনিসা খান, আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মানিক মিয়া, আব্দুল মুনিম জাহেদী কেরল, এমএ হামিদ টিপু, সালিকুর রহমান, কামাল খান, আবিদুল ইসলাম, সাদরুল ইসলাম টিহক, ডা.আলাউদ্দিন আহমেদ, এম শামসুদ্দিন, ডা. মোশারফ হোসাইন, এসকে ফারুক, শরীফ চৌধুরী, শাহজাহান আলী,মোঃ নুরুল হক এবং মরহুম আলহাজ্ব এমএ আহাদের পরিবারের পক্ষে রুমা আহাদ ও মুহি আহাদ।

অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের প্রেসিডেন্ট প্রফেসর ডা.এম এনায়েত উল্লাহ এবং জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা.মোঃ আমিনুর রহমান লস্কর।এছাড়াও অনুষ্ঠানে বর্তমান ইউকের সার্বিক পরিস্থিতি এবং আগামীতে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে আরও সহযোগিতার হাত প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির সেক্রেটারি এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মিছবাহ জামাল।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর কার্যকরী কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ডা.মোঃ আলতাফুর রহমান, জয়েন্ট সেক্রেটারি ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী,ট্রেজারার জামিল আহমদ চৌধুরী, পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ, ইন্টারন্যাশনাল রিলেশনস সেক্রেটারি এস আই আজাদ, কার্যকরী কমিটির সদস্য আব্দুল মালেক জাকা, ডা.শামীম আহমদ,ডা.এস এম হাবিবুল্লাহ সেলিম,মাসুদ আহমেদ চৌধুরী, হাসপাতালের সিইও কর্নেল(অব.)শাহ আবিদুর রহমান এবং ডিডি ডা. আব্দুল মুনিম চৌধুরী।

অনুদান হস্তান্তর অনুষ্ঠান  সফল করতে ইউকেতে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম ইউকের জয়েন্ট সেক্রেটারি মনসুর আহমদ খান, মাহাদুর রশিদ,এম শামসুদ্দিন, আহমেদ উস সামাদ চৌধুরী জেপি.ডা.আলাউদ্দিন,ডা. মোশাররফ হোসেন, মানিক মিয়া এবং আবদাল মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ