সুরমাভিউ:- ছাতকে অজ্ঞাত পরিচয়ের একলোকের লাশ পাওয়া গেছে। শনিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পশ্চিম কোণে ঘুমন্ত অবস্থায় তার লাশ পরে দেখতে দেখেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক পৌরসভা নির্বাচনে উপলক্ষে সবাই যখন ভোট প্রয়োগে ব্যস্ততায় সময় পার করছেন তখন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পশ্চিম কোণে অজ্ঞাত এই ব্যক্তির লাশ পরে থাকতে দেখা যায়। জানা যায়, দীর্ঘক্ষণ ধরে অজ্ঞাত এই ব্যক্তির শারীরিক কোন নড়াচড়া না থাকায় ছাতক থানায় যোগাযোগ করা হলে পুলিশ এসে তাকে মৃত হিসেবে সনাক্ত করেন।
ছাতক থানা পুলিশ অফিসার জানান, অজ্ঞাত এই ব্যক্তির লাশ স্টেডিয়ামের ভিতরে পরে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তি পাথর শ্রমিক। তাকে সনাক্তকরণের জন্য বিভিন্নভাবে যোগাযোগ করা হচ্ছে।