১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ১৬ জানু ২০২১ ০৮:০১
সুরমাভিউ:- এন.এম. এডুকেশনেল ট্রাস্টের উদ্যোগে ১৫ জানুয়ারী শুক্রবার বিকেলে ট্রাস্টের সুবিদবাজারস্থ কার্যালয়ে উচ্চ মাধ্যমিক ও স্কুল পর্যায়ের মোট ১৯ জন গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরন ও এক কালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ও এন.এম.এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এল.নন্দনাল সিংহ সভাপতিত্বে ও ডাঃ বাবলি দেবী সিনহার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এডুকেশন সুপারভাইজার নারী সংগঠক রীমা দাশ, মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও আই.সি.টি বইয়ের প্রণেতা মোঃ সাহেদ আহমদ এবং বিশিষ্ট নাট্যজন ও সমাজ সেবক এম.উত্তম সিংহ রতন।
করোনাকালীন এই দুঃসময়েও এন.এম.এডুকেশনেল ট্রাস্ট এমন মহতি প্রয়াস অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই ভূয়সী প্রশংসা করেন ও ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
Helpline - +88 01719305766