১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা অক্টোবর, ২০২৩ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৫ জানু ২০২১ ১১:০১
সিলেট অফিস :: সিলেট নগরীর খাসদবীর এলাকার সামাজিক সংগঠন বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে সর্বস্তরের জনসাধারণের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় বন্ধন বি ৬নং বাসা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর খাসদবীর পঞ্চায়েত কমিটির উপদেষ্টা, মুরুব্বি মো. আলম (বাদশা মিয়ার) সভাপতিত্বে ও ফখরুল ইসলাম মিশুর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বৃহত্তর খাসদবীর পঞ্চায়েত কমিটির সভাপতি এম এ মুগনি খোকা, বৃহত্তর খাসদবীর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি মো. রিমাদ আহমদ রুবেল, আব্দুল মালেক (বাচন মিয়া), ট্রাক চাপায় নিহত সাবেরের পিতা মোঃ আইয়ুব আলী, কামাল আহমদ খান, মোঃ শারুমিয়া, হাফিজ মাওলানা রইছ উদ্দীন, লুৎফুর রহমান, মামুন আহমদ মিন্টু, আব্দুল্লাহ শফি সাহেদ, মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরি, ট্রাক চাপায় নিহত আতাউর রহমান কুটির বড় ভাই সাইদুল রহমান, শারু মিয়া, সিরাজ মিয়া, ইফতি আহমদ সুমিম, আহমেদ সানি প্রমুখ।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে একটি ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং নিম্নে সিদ্ধান্ত গুলি গৃহীত হয়ঃ-
১. এয়ারপোর্ট রোডের বাইপাস সম্মুখ থেকে তেমুখি বাইপাস মুখ পর্যন্ত স্প্রীড বেকার নির্মান করা।
২. রাত ১০ ঘটিকা পরে ট্রাক চলাচল করা।
৩. সর্বোচ্চ গতি সীমা ৩০ নির্ধারন করা।
৪. গতি মাপার যন্ত্র স্থাপন করা।
৫. এয়ারপোর্ট রোডে চেক পোস্ট স্থাপন করা।
৬. ট্রাক চাপায় নিহত আতাউর রহমান কুঠির পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য সহায়তা তহবিল গঠন করা।
উপরোক্ত সভার সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করার জন্য নিম্নের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়- ১. এম এ মুগনি খোকা
২. মো. রিমাদ আহমদ রুবেল
৩. মো. কামাল আহমদ খান
৪. জাকির হোসেন
৫. মাওঃ হাফিজ রইস উদ্দিন
৬. লুৎফর রহমান
৭. মোঃ শহিদুল হক
৮. মমতাজুল করিম খান জামিল
৯. মাওঃ নিয়ামত উল্লাহ খাসদবীরি
মতবিনিময় সভা শেষে ট্রাক চাপায় নিহত ও দেশ বিদেশর সবার জন্য দোয়া অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ রইস উদ্দিন।
Helpline - +88 01719305766