উন্নয়নের ধারা বজায় রাখতে ‘নৌকা’ মার্কার বিজয় নিশ্চিত করতে হবে – এড.নাসির উদ্দিন খান

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ জানু ২০২১ ০৯:০১

সুরমাভিউ:- ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিনের বিজয় নিশ্চিত করতে দলের নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

তিনি বলেন, নেত্রী যাকে নৌকার প্রার্থী করেছেন, তাকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরে ‘নৌকা’ মার্কায় ভোট চেয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। উন্নয়নের ধারা বজায় রাখতে ‘নৌকা’ মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি আগামী ৩০ জানুয়ারী জকিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খলিল উদ্দিনের বিজয় সুনিশ্চিত করতে নেতা-কর্মীদের সবধরণের ভেদাভেদ ভুলে দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে ‘নৌকা’র বিজয় নিশ্চিত করার আহবান জানান। জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে সুপারিশ পাঠানো হবে বলে জানান তিনি। গতকাল বুধবার সন্ধ্যায় পৌর শহরের একটি কমিউিনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তকিম হায়দরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামিম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আহমদ সামাদ, উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মোস্তফা কমান্ডার, আব্দুল মালেক, জহরুল হক খসরু, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মো. রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মারুফ বখতিয়ার চৌধুরী খুররম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার, পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, নুরুল ইসলাম, খলিলুর রহমান, আব্দুল কাইয়ুম, আছদ্দর আলী, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, পৌরসভা যুবলীগ আহবায়ক শাহাব উদ্দিন শাকিল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, পৌরসভা ছাত্রলীগ সভাপতি নুরুল আমিন প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ