প্রভাতী সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ১২ জানু ২০২১ ০৬:০১

সুরমাভিউ:- জকিগঞ্জ উপজেলার প্রভাতী সমাজ কল্যাণ সংস্থা কসকনকপুর এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় ৮নং কসকনকপুর ইউপি পরিষদ কার্যালয়ে এই আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংস্থার  সভাপতি  শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার বিনয় ভূষণ দাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ।

স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডা. নজরুল ইসলাম নিমিক, সংস্থার সহ-সভাপতি ও কসকনকপুর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সংস্থার সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য নজমুল ইসলাম, সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সত্যজিৎ দত্ত পুরকায়স্থ, ইউপি সদস্য কবিরুল হাসান, সমাজ কল্যাণ সম্পাদক কাবির আলম, ক্রীড়া সম্পাদক দেলওয়ার হোসেন, সদস্য মাওলানা শামীম আহমদ, তাজুল ইসলাম, মস্তফা কামাল, বিশিষ্ট সমাজসেবী হেলাল আহমদ, মাহবুবুর রহমান, আলী আকবর উজ্জল, সাদিকুর রহমান ও মো. আলাউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানব কল্যাণের কোনো কাজ বিফলে যায় না। দুনিয়াতে যেমন তাঁর উন্নতি আছে, পরকালেও এর শান্তি নিহিত আছে। তাই যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাড়ানো সবার কর্তব্য। আমি প্রভাতী সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমকে স্বাগত জানাই। পাশাপাশি  সংস্থার উত্তর উত্তর সাফল্য কামনা করি। আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে ২শতাধিক কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ