সিলেট এয়ারপোর্টে শতাধিক পরিবারের চ্যানেল এস’র খাদ্য বিতরণ

প্রকাশিত:সোমবার, ১১ জানু ২০২১ ০৫:০১

সিলেট অফিস।। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন লোকদের মধ্যে সরকারি সাহায্যের পাশাপাশি ব্যাক্তি এবং প্রতিষ্ঠান এগিয়ে আসায় কর্মহীন লোকজনের অভাব অনটন লাঘব করা সম্ভব হচ্ছে। যুক্তরাজ্য থেকে প্রচারিত চ্যানেল এস পরিবার বাংলাদেশে করোনা ভাইরাসে কর্মহীন ১১২ পরিবারের লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

১১ জানুয়ারি (সোমবার) সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের কাকুয়ারপারে চ্যানেল এস এর পক্ষ থেকে কর্মহীন ও অসহায় লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, ডাল, আলু, পিয়াজ, সহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য।এর মধ্যে হিন্দু মুসলিম ৫ জন অসচ্ছল ব্যক্তিকে এক মাসের খাদ্য দেওয়া হয়।

কাকুয়ারপার পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সোহাগের সঞ্চালনায় প্রভাত চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব এর সভাপতি ইকবাল সিদ্দিকী,নির্মল কুমার দেব,লন্ডন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ইকলাল আহমদ, উস্তার আলী,লিটন কুমার দেব।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ