ছাতকে দুই মেয়র প্রার্থীর নির্বাচনী পথসভা, মিছিল ও গণসংযোগ
প্রকাশিত:সোমবার, ১১ জানু ২০২১ ০৮:০১
ছাতক প্রতিনিধি:- ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম (মন্টুবাবুর মাঠ) থেকে গণমিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রিয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আলহাজ্ব মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আপনারা নৌকায় ভোট দিন, শেখ হাসিনা আপনাদের উন্নয়ন দেবেন। মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরীকে নৌকা উপহার দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। বিপুল ভোটের মাধ্যমে বিজয় উপহার দিয়ে এর মর্যাদা রাখুন।
পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব আবুল হাসনাত প্রমুখ। এসময় যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা অজয় ঘোষ, আলকাছ আলী, শাহজাহান মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস শহীদ, আওয়ামীলীগ নেতা শামীমুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সদস্য শাহীন আহমদ চৌধুরী, রেজা মিয়া তালুকদারসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি রোববার দিনব্যাপী পৌরসভার মন্ডলীভোগ ও হাসপাতাল রোড এলাকায় গণসংযোগ করেছেন। সন্ধ্যায় ৫নং ওয়ার্ডের পেপারমিল মিনি মার্কেটে বিশাল এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেন তিনি।
এসময় তিনি বলেন, পৌরসভাজুড়ে পরিবর্তনের সুর উঠেছে। সবাই পরিবর্তন ও জিম্মি দশা থেকে মুক্তি পেতে চায়। এজন্য পৌরবাসী ১৬জানুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নেতৃত্বের পরিবর্তন ঘটাতে চায়।
পেপারমিল মিনি মার্কেটে বিএনপি নেতা হাজী বারিক মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা লিজন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, বিএনপি নেতা কুতুব উদ্দিন, জাহেদুল ইসলাম আহবাব, হাজী তেরা মিয়া, সাবেক মেম্বার সুরুজ আলী, কবিরুল হাসান আঙ্গুর, জেলা ছাত্রদল নেতা আব্দুল বাকী মুহিত প্রমুখ।
সভায় বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও পৌরসভার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।