৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ১০ জানু ২০২১ ০৭:০১
সুরমাভিউ:- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারনে নোয়াখালীতে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রোববার বিকালে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর আম্বরখানা থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে সমাশেষের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগরের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, সাবেক ছাত্রদল নেতা মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আলী আনসার, তারেক আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রশিদুল হাসান খালেদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান, আকবর আলী খান, জাবেদ আহমদ জীবন, হান্নান মিয়া, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু আহমদ আনসারি, মুমিনুর রহমান তানিম, দেওয়ান রেজা মজিদ, মালেক আহমদ, আবু হানিফ, মাসুদ আহমদ কবির, জুনেল আহমদ, আলী সোহেল, সালেক আহমদ, নাজিম উদ্দিন পান্না, আফসর খান, কামরান হোসেন হেলাল, আলতাফ হোসেন টিটু, বুরহান উদ্দিন রাহেল, আমির হোসেন, রুবেল বক্স, আবুল কালাম সাহেদ, জাহেদ আহমদ, গোলাম রব্বানী, হাসান মইনুদ্দিন ময়নুল, মিজানুর রহমান পাভেল, জাহাঙ্গীর মিয়া, রায়হান উদ্দিন রাজু, জুবের আহমদ, সাইফুল আলম কোরেশী, আজিজ খান সজিব, রাসেল খান, নুরুল ইসলাম রুহুল, তোফায়েল আহমদ তুহিন, ফারুক আহমদ, তেরাব আলী লিটন, বাইন উদ্দিন, ঝলক আচার্য্য, জামিল বক্স, সায়েম আহমদ রনি, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম উজ্জল, জুনেদ আহমদ, শাহীন আহমদ, মোস্তাক আহমদ, খুর্শেদ গাজি, হেলাল আহমদ, মকবুল, আরমান, মাহি আহমদ, শিপন মিয়া, শামীম আহমদ, ফয়জুর আহমদ, লিমন আহমদ, রিমন আহমদ, এমরান আহমদ মুন্না, এনাম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগরের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকা আওয়ামী সরকার একের পর এক মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে রাজনৈতিক হীনমন্যতার পরিচয় দিচ্ছে। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং দেশ, জাতি ও দলকে নেতৃত্ব দিবেন।
Helpline - +88 01719305766