সিলেট জেলা আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রকাশিত:শনিবার, ০৯ জানু ২০২১ ১০:০১

সুরমাভিউ:- সিলেট জেলা  আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে শুক্রবার (৮ ডিসেম্বর)।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে সিলেট জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সিলেট জেলা আ’লীগের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে জেলা আনন্দ মিছিল করে সিলেট জেলা ছাত্রলীগ।

আজ সন্ধ্যায় আনন্দ মিছিল অনুষ্টিত হয়।সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের সভাপতিত্বে ও জাওয়াদ খানের পরিচালনায় মিছিল  পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ